ধারা-১ |
নাম, ঠিকানা ও মনোগ্রাম |
|
এই সমিতির নাম হইবে “মেহেরপুর জেলা সমিতি ঢাকা”। মেহেরপুর জেলা সমিতি , ঢাকা জে.কে.এইচ ম্যানশন, রুম নং ৪০৮, ৩য় তলা, ৮৩ ল্যবরেটরী রোড, ঢাকা।
সমিতির রেজিষ্টার্ড অফিস ও প্রধান কার্যালয় উল্লেখিত ঠিকানায় অবস্থিত। সমিতির একটি নিজস্ব মনোগ্রাম থাকিবে। |
ধারা-২ |
পরিধি |
|
দেশ ও দেশের বাহিরের সকল এলাকা ইহার অন্তর্ভুক্ত থাকিবে। |
ধারা-৩ |
বৈশিষ্ট্য |
|
ইহা একটি অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন। |
ধারা-৪ |
লক্ষ্য ও উদ্দেশ্য |
উপ-ধারা ৪.১ |
দেশ ও দেশের বাহিরের যে কোন স্থানে বসবাসরত মেহেরপুর জেলার অধিবাসীদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য গড়িয়া তোলা। |
উপ-ধারা ৪.২ |
মেহেরপুর জেলার সার্বিক উন্নয়ন এবং কল্যাণে সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধকরণ। |
উপ-ধারা ৪.৩ |
মেহেরপুর জেলার জগণের সার্বিক উন্নয়নে বাস্তব পদক্ষেপ গ্রহণ। |
উপ-ধারা ৪.৪ |
সুখী ও সমৃদ্ধ নাগরিক পরিবেশ গড়িয়া তুলিবার লক্ষ্যে মাতা ও শিশুদের কল্যাণমূলক প্রতিষ্ঠান স্থাপনে এবং বর্তমানে অনুরূপ চালু প্রতিষ্ঠানে সহয়তা প্রদানে মেহেরপুর জেলা সমিতি ঢাকার সকল প্রচেষ্টা অব্যাহত রাখা। |
উপ-ধারা ৪.৫ |
ঢাকায় কর্মরত মেহেরপুর জেলার কর্মজীবী মহিলাদের আবাসিক ও কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণে সহায়তা করা। |
উপ-ধারা ৪.৬ |
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মেহেরপুর জেলার গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান ও পুরস্কৃত করা। |
উপ-ধারা ৪.৭ |
ঢাকায় মেহেরপুর প্রবাসী ও মেহেরপুর জেলা হইতে আগত কোন ব্যক্তি মারা গেলে প্রয়োজনে তাহার সৎকারের ব্যবস্থা গ্রহণ। |
উপ-ধারা ৪.৮ |
ঢাকায় বসবাসরত মেহেরপুর জেলাবাসী এবং মেহেরপুর জেলা হইতে আগত অক্ষম রোগীর চিকিৎসার্থে প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা প্রদান। |
উপ-ধারা ৪.৯ |
বাংলাদেশের যে কোন এলাকায় বিশেষভাবে মেহেরপুর জেলায় দুর্ভিক্ষ, ভ‚মিকম্প ও বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় সম্ভাব্য ত্রাণ সহযোগিতা প্রদান। |
উপ-ধারা ৪.১০ |
মেহেরপুর জেলা হইতে ঢাকায় আগতদের জন্য প্রয়োজনে সাময়িকভাবে আশ্রয়ের বন্দোবস্ত করা। |
উপ-ধারা ৪.১১ |
মেহেরপুর জেলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, কৃষি ও কারিগরি গবেষণার মত বুদ্ধিবৃত্তি বিকাশে সর্বাতœক উৎসাহ ও সহযোগিতা দান, গুরুত্বপূর্ণ স্মৃতি সৌধ ও ঐতিহাসিক স্মৃতিসমূহ রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। |
উপ-ধারা ৪.১২ |
সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশ, কৃতি সন্তানদের মর্যাদা ও স্বীকৃতির লক্ষ্যে সংবর্ধনা দওয়া এবং মেহেরপুর জেলার কৃতী সন্তাদের তিরোধানে শোকসভা অনুষ্ঠিত করা। |
উপ-ধারা ৪.১৩ |
ঢাকাসহ বিভিন্ন স্থানে কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনার উদ্দেশ্যে সমিতির নিজস্ব ভবন নির্মাণ, বন্দোবস্ত বা বরাদ্দ গ্রহণ করিতে পারিবে। |
উপ-ধারা ৪.১৪ |
সমিতির তহবিল গঠনের লক্ষ্যে চাঁদা, দান, অনুদান, উপহার ও সম্পত্তি গ্রহণ এবং অনুষ্ঠানের আয়োজন করা। |
উপ-ধারা ৪.১৫ |
সমিতির তহবিল গঠনের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ। |
উপ-ধারা ৪.১৬ |
মেহেরপুর জেলার বেকার যুবক, যুবতীদর কর্মসংস্থানের বিষয়ে সমিতির পক্ষ হইতে সম্ভ্যব্য সহযোগিতা দান। |
উপ-ধারা ৪.১৭ |
সমিতির উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সম্পত্তি অর্জন ও দখল নেওয়া এবং প্রয়োজনে সম্পত্তি বিক্রয়, লীজ বা দায়বদ্ধ করিয়া ঋণ গ্রহণের ব্যবস্থা করা। |
উপ-ধারা ৪.১৮ |
বাংলাদেশের অন্যত্র এবং দেশের বাহিরে মেহেরপুর জেলা সমিতি গড়িয়া তুলিবার বিষয়ে প্রয়োজনীয় সহযোগতিা প্রদান এবং বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূখী কার্যক্রমে সহযোগিতা প্রদান। |
উপ-ধারা ৪.১৯ |
ঢাকা শহর ও তৎসংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত মেহেরপুর জেলায় বিভিন্ন থানাভিত্তিক অথবা অঞ্চল ভিত্তিক সমিতিগুলিকে এবং ঢাকা শহর ও তৎসংলগ্ন এলাকার বিভিন্ন অফিস ও সংস্থায় মেহেরপুর জেলার অধিবাসী কর্তৃক স্থাপিত মেহেরপুর জেলা সমিতি অথবা তদীয় অঞ্চল ভিত্তিক সমিতিগুলিকে মেহেরপুর জেলা সমিতি ঢাকা’র অনুমোদন সাপেক্ষে সহযোগী সংগঠন হিসাবে সম্পৃক্ত করা।
|
উপ-ধারা ৪.২০ |
বিদেশে অবস্থারনত মেহেরপুর জেলার নাগরিকবৃন্দের স্বার্থ সংশ্লিষ্ট যে কোন ব্যাপারে সহযোগিতা প্রদান। |